পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণে এবারও জমে উঠেছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলা। নতুন বাংলাদেশে জাতীয় এই বইমেলা এবার হয়ে উঠেছে সাড়ম্বর আন্তর্জাতিক মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত।